পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান

বল্লভপুরের মন্দিরসমূহ


 বল্লভপুরের মন্দিরসমূহ         

       
জেলা  :   à¦®à§‡à¦¹à§‡à¦°à¦ªà§à¦°
উপজেলা  :   à¦®à§‡à¦¹à§‡à¦°à¦ªà§à¦° সদর

মেহেরপুর জেলার সদর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর গ্রামে ৭টি প্রাচীন মন্দিরের অস্তিত্ব পাওয়া গেছে। এই মন্দিরগুলো প্রায় ৩ বিঘা ভূমির উপর প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্দিরগুলোর মধ্যে একটি বড় মন্দির রয়েছে, যা অন্যান্য মন্দিরের মধ্যভাগে অবস্থিত। অন্যান্য মন্দিরগুলোর মধ্যে এই বড় মন্দিরের দক্ষিনে ২টি, উত্তরে ১টি এবং পশ্চিমে ৩টি মন্দির ছিল। বড় মন্দিরটির মূল কক্ষের উপর নির্মিত চূড়াটি দেখতে ছিল মঠের ন্যায়। এছাড়াও মূল কক্ষের ৪ কোনে ৪টি চূড়া ছিল। একারনে মধ্যভাগে নির্মিত এই বড় মন্দিরটিকে পঞ্চরত্ন মন্দিরও বলা হতো। বড় মন্দিরটির দেয়ালে বিভিন্ন পশুর চিত্র অঙ্কিত ছিল। মন্দিরগুলো বল্লভপুর গ্রামের রাস্তার পাশে দেখতে পাওয়া যাবে।




.         



Last Updated Date of This Artical : 0000-00-00



      Share This on FB          


মেহেরপুর  জেলার অন্যান্য দর্শনীয় স্থান  

মেহেরপুর  জেলার হোটেল/মোটেল  

মেহেরপুর  জেলার রেস্টুরেন্ট/ফাস্ট-ফুড  

মেহেরপুর  জেলার রিসোর্ট  

মেহেরপুর  জেলার আইন-শৃংখলা বাহিনী  
Gangni     :     OC Gangni Police Station     :     01713-374250
Meherpur Sadar     :     OC Meherpur Police Station     :     01713-374249
Mujibnagar     :     OC Mujibnagar Police Station     :     01713-374251

মেহেরপুর  জেলার ট্যুরিস্ট পুলিশ  

মেহেরপুর  জেলার শপিং মল  


পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান